Cantonment Public School & College of Rangpur is renowned educational organization in the district. It was started journey in 1977 when the foundation stone was laid by Brig M. A Latif, the then commander of Northern Zone of Bangladesh in Rangpur Cantonment. The institution was organized for the education of the children of cantonment officers and local people.
Here is mentioned few information about registration School Code: 5350 & College Code: 5375| EIIN : 127500
1. Large campus covered by the beautiful natural element s
2. wonderful infrastructure in the school.
3. adequate accomplished and high educated teacher and trainer.
4. Large Science Lab.
5. Available Internet facilities.
6. Green and large playground for students.
7. Debate club for extra curriculum.
8. Sport and culture center in institute.
১. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতিদিন শ্রেণীকক্ষে এই ডায়েরি অবশ্যই আনতে হবে।
২. প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আইডি কার্ড ব্যবহার করতে হবে ।আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে এবং প্রতিষ্ঠানে প্রবেশ ও প্রস্থানের সময় অবশ্যই আইডি কার্ড নির্দিষ্ঠ স্থানে বসানো মেশিনে পান্স করতে হবে।
৩. প্রত্যেক ছাত্র ছাত্রীকে সোল্ডার এ্যাপ্রলেট ব্যবহার করতে হবে। হাউজ কালার অনুযায়ী সোল্ডার এ্যাপুলেটের কালার নিম্নরম্নপ
(ক) পদ্মা হাউজ – নীল
(খ) যমুনা হাউজ – মেরুন
(গ) তিস্তা হাউজ – সবুজ
৪. ছাত্রদের কোমরে কালো প্লেইন বেল্ট ব্যবহার করতে হবে।
৫. ছাত্রীদের কোন প্রকার অলংকার এবং ফ্যাশানাবল চেলের সামগ্রী ব্যবহার নিষিদ্ধ।
৬. ছাত্রদের জন্য মানানসই ছোট চুল রাখতে হবে। ছাত্রীরা চুল দুই বণী /ঝুটি করবে।
৭.ছাত্র-ছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নাতার প্রতি যত্নবান হতে হবে; যেমন পোশাক পরিচ্ছদ পরিষ্কার রাখা , হাত পায়ের নখ কাটা, দাত পরিষ্কার রাখা ইত্যেদি।
৮. ছাত্র-ছাত্রীদের জন্য প্রতি কার্যদিবসে যথাসময়ে সমাবেশ / ফরমিটিং-এ হাজির হওয়া বাধ্যতামূলক।
৯. প্রত্যেক ছাত্র-ছাত্রীর পরিচয় পত্র প্রতিষ্ঠান অফিস থেকে নির্দিষ্ঠ ফি দিয়ে সংগ্রহ করতে হবে।
১০. প্রতিষ্ঠার ছাত্র-ছাত্রীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন প্রকার রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহন করেতে পারবে না।
১১. নামাজ পড়া মুসলমান ছাত্র-ছাত্রীদের জন্য বাধ্যতামূলক।
১২. প্রতিষ্ঠানের সম্পদের কোনরূপে ক্ষতি সাধন করা যাবে না।
১৩. দেওয়াল দরজা , জানালায় কোন কিছু অংকন করা/লিখা নিষেধ।
১৪. প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ করা যাবে না।
১৫. সঠিক সময়ে বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।
১৬. শ্রেণীর কর্যসূচী অনুযায়ী বই খাতাসহ প্রয়োজনীয় উপকরণাদি সঙ্গে নিয়ে আসতে হবে ।
১৭. ক্লাসে গল্পের বই/ পত্রিকা / খেলার সামগ্রী / ক্যামেরা ও ওয়াকম্যান নিয়ে আসা যাবে না।
১৮. প্রতিষ্ঠানে আসার পর ক্লাশ ছুটি না হওয়া পর্যন্ত কোন ছাত্র-ছাত্রী অনুমতি ব্যাতীত প্রতিষ্ঠানে অঙ্গন ত্যাগ করতে পারবে না । ক্লাশ ছুটির পর ছাত্র-ছাত্রীরা সরাসরি গৃহে প্রত্যবর্তন করবে।
১৯. ডায়েরিতে শিক্ষক শিক্ষিকা কতৃক লিখিত মন্তব্য অবশ্যই অভিভাবককে দেখাতে হবে।
২০. শ্রেণীকক্ষে বিষয় শিক্ষক / শ্রেণী শিক্ষকের উপস্থিতে পরীক্ষার উত্তর পত্র দেখানো হবে। আগ্রহী অভিভাবকগণ ইচ্ছা করলে নির্দিষ্ঠ দিনে প্রতিষ্ঠানে এসে তা দেখতে পারবে।
২১. অভিভাবকগণ কোনো বিশেষ প্রয়োজনে সন্তানের / শিক্ষক শিক্ষিকার সাথে সাক্ষাৎ করতে চাইলে পিয়ন মারফৎ সন্তানকে / শিক্ষক-শিক্ষিকাকে সংবাদ প্রদান করা যাবে। কিন্তু অভিভাবকগণের সরাসরি শ্রেণীকক্ষে প্রবেশ কিংবা প্রতিষ্ঠানে বারান্দায় হাটা-চলা করা যাবে না।
২২. অভিভাবকগণকে পরিচয় পত্র দেয়া হবে। যা প্রতিষ্ঠান ক্যাম্পাসে প্রবেশ করার সময় ব্যবহৃত হবে।
২৩. ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সংক্রান্ত ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাতের দিন বৃহস্পতিবার।
২৪. ছাত্র-ছাত্রীদের অনুপস্থিত প্রসঙ্গে
(ক) অধ্যক্ষের পূর্বানুমতি ব্যতীত কোন ছাত্র-ছাত্রী শ্রেণীতে অনুপস্থিত থাকতে পারবে না।
(খ) অনুমতি ব্যতীত অনুপস্থিতর জন্য প্রতিদিন স্কুল শাখায় ৫.০০ (পাঁচ) টাকা এবং কলেজ শাখায় ৫০.০০ (পঞ্চাশ) টাকা জরিমানা প্রদান করতে হবে।
(গ) ক্রমাগত তিন দিনের অধিক বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে উল্লেখিত জরিমানাসহ উক্ত ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গেও কারণে অধ্যক্ষ কতৃক সতর্ক পত্র দেয়া হবে। এ ধরণের সতর্ক পত্র বছরে তিনটির অধিক প্রদান করা হলে উক্ত ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হবে।
(ঘ) কোন ছাত্র-ছাত্রীকে অসুস্থার কারণে অনুপস্থিত থাকতে হলে তাৎক্ষণিক ভাবে লিখিত দরখাস্তের মাধ্যমে অধ্যক্ষকে অবগত করে ছুটির আবেদন করতে হবে।
(ঙ) কোনো ছাত্র-ছাত্রী প্রতি পর্বের মোট কার্যদিকসের ৯০% ক্লাসে উপস্থিত থাকলে ঐ পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে কতৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হবে ।
(চ) অনুমতি নিয়ে কোন ছাত্র-ছাত্রী শ্রেণীতে অনুপস্থিত থাকলে তা ছুটি হিসেবে গণ্য হবে এবং এক্ষেত্রে দিনগুলি ১০% হিসেবে গন্য হবে না।
২৫. ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা, গুরম্নজনকে ভক্তি শ্রদ্ধা প্রদর্শন , সদা সত্য কথা বলা, অসৎসঙ্গ পরিহার , সৎ সঙ্গে বসবাসেই একজন চরিত্রবান আদর্শ শির্থীর প্রধান বৈশিষ্ঠ্য।
Title | Cantonment Public School and College in Rangpur |
Address | N5, Rangpur Cantonment, Rangpur |
Phone | |
Fax | |
Mobail | 88052163051 |
[email protected] | |
Post Code | 5400 |
Reg Code | |
Swift Code | |
License | |
TIN | |
BIN | |
Establishment Year | 1978 |
Category | Government |
Sector | Education Govt |
Service Type | School & College (Govt) |
Area | |
Upazila/Thana | Rangpur Sadar |
Division | Rangpur |
District | Rangpur |
Country | Bangladesh |
Membership | Board of Education |
Legal Status | Government |
Add Your Rating for the Service